থানার ভেতর বিএনপির দু’পক্ষের হাতাহাতি
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৪২ পিএম, ১৬ মার্চ ২০২৫

রাজশাহীতে থানার ভেতর বিএনপির দুই পক্ষের হাতাহাতি ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে বোয়ালিয়া থানায় এ ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলারী আসামিকে এক পক্ষ ধরিয়ে দেওয়ার পর অন্য পক্ষ ছাড়াতে গেলে থানা দু’পক্ষের মাঝে হাতাহাতি হয়।
নিয়ে জানা গেছে, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার এজাহারভুক্ত আসামি রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদকে পুলিশে ধরিয়ে দেন বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। শনিবার দপুরে তাকে বোয়ালিয়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিএনপির অপর একটি পক্ষ তাকে ছাড়াতে থানায় অবস্থান নেয়। বিএনপির ওই পক্ষ আসামির পক্ষের হয়ে কথা বললে থানা প্রাঙ্গণেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ আসামিকে আদালতে নিয়ে যাওয়ার জন্য বের করলে ওসির হাতে থাকা অবস্থাতেই কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটুর ওপর হামলা করেন আসামি আবুল কালাম। এসময় আসামি আবুল কালামকে বিএনপির একটি পক্ষ মারতে তেড়ে যায়। তবে অপর পক্ষ ও পুলিশ তাদেরকে বাধা দেয় ও দ্রুত গাড়িতে করে আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে থানা প্রাঙ্গণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ জানান, আবুল কালাম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার এজাহারভুক্ত আসামি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিএনপির কেউ গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি।