শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু


March25 Naeem/dhaka-medical.jpg

রাজধানী শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃ্ত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শাহজাহানপুর থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগে একটি ওভার ব্রিজের নিচে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে এসআই জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মো. রিয়াজুল ইসলাম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×