ফুটপাত থেকে তুলে নিয়ে ভিক্ষুককে ধর্ষণ, কারাগারে অটোরিকশাচালক


March25 Naeem/autochalok-karagar-1742122556.webp

চট্টগ্রামে ফুটপাত থেকে তুলে নিয়ে এক ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চালক মো. আব্দুল আলীর (৫৫) বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ গ্রামে। নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে নুরু কোম্পানির গ্যারেজের পাশে ভাড়া বাসায় থাকেন তিনি। আর ধর্ষণের শিকার ২৬ বছর বয়সী নারী চান্দগাঁও আবাসিক এলাকায় ভিক্ষাবৃত্তি করেন এবং সেখানেই ফুটপাতে ভাসমানভাবে থাকেন।

পুলিশ জানায়, ভিক্ষুক নারীটি সরল প্রকৃতির। তাকে গত ১১ মার্চ রাতে শহরে ঘোরানোর কথা বলে অটোরিকশায় তুলে পরে নুরু কোম্পানির গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে আব্দুল আলী। প্রথমে ওই নারী ঘটনা কাউকে বলেনি। পরে শনিবার রাতে তিনি মৌখিকভাবে থানায় গিয়ে অভিযোগ করেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার পর ওই মামলায় অটোরিকশা চালককে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×