বেলাবতে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
- নরসিংদী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৫ পিএম, ১৬ মার্চ ২০২৫

নরসিংদীর বেলাবতে এক নারী গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুরে তাকে গ্রেফতারের পর জেলে পাঠানো হয়।
আটক ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন রাজু (৩২)। সে বেলাবো উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারী তার ছেলে-মেয়ে নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইলে পরিচয় হয় বেলাবো উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সঙ্গে।
এমতাবস্থায় শাজাহান ওই নারীকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদূরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে।
পরে ঘটনার এক দিন পর রোববার (১৬ মার্চ) বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর দুপুরে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি ধরতে চেষ্টা অব্যাহত আছে।