পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক


Jan 2025/Feb 2025/47-1742144267.webp

ফেনীতে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল নোবেল। রোববার (১৬ মার্চ) দুপুরে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়। 

আটক নোবেল শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। তিনি ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান। 

পুলিশ জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। রোববার দুপুরে পরীক্ষা দিতে এলে তাকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন: রংপুরে বিএনপির ইউনিয়ন অফিস ভাঙচুর, ১৯ জনের বিরুদ্ধে মামলা

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্র সালাউদ্দিন বলেন, আটক নোবেল গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন। সেদিনের হামলার বিভিন্ন ছবি-ভিডিওতে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। নোবেল ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় না থাকলেও পৌর ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এতদিন তিনি ক্লাসে আসেননি। আজ পরীক্ষার সুবাদে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আটক শিক্ষার্থীকে সোমবার আদালতে পাঠানো হবে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×