লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:০৮ এম, ১৭ মার্চ ২০২৫

চলতি মৌসুমে দারুণ ছন্দে লিভারপুল। ফেভারিট হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে উঠেছিল তারা। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির কাছে হেরে ছিটকে যেতে হয়েছে। তবে সেই দুঃখ ভুলতে ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ফাইনালে নেমেছিল তারা। কিন্তু সেখানেও হারের যন্ত্রণায় পুড়তে হলো।
২-১ গোলে গত আসরের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা জিতেছে নিউক্যাসেল। ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো তারা।
গত মঙ্গলবার পিএসজির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হার দেখেছিল লিভারপুল। পাঁচ দিনের ব্যবধানে লিগ কাপেও হতাশায় ডুবতে হলো আর্নে স্লটের দলকে।
বল দখলে রাখায় লিভারপুলের ধারেকাছে ছিল না নিউক্যাসেল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে তারা ত্রাস ছড়িয়েছে অনবরত। লক্ষ্যে লিভারপুলের দুটি শটের বিপরীতে তারা রেখেছে ৬টি। আর গোলপ্রচেষ্টায় তারা শট নিয়েছে ১৭ বার, যেখানে লিভারপুলের ছিল সাতটি।