ভিডিও দেখিয়ে ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


Jan 2025/Feb 2025/270320583-4578379972259059-782085566121216878-n-1742219942.webp

ফরিদপুরে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেজাউল মুন্সী (৫৮) নামে এক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রোববার (১৬ মার্চ)  রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে দেয়ার আগে ওই এলাকার একটি দোকানে ওই ব্যক্তিকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট এলাকায় নদীবন্দরে দীর্ঘদিন যাবৎ কার্গো ও ডর্ক ইয়ার্ডের ব্যবসা করে আসছেন রেজাউল মুন্সী। রোববার বিকেলে সিএন্ডবি সংলগ্ন এলাকায় আনুমানিক ১০ ও ১২ বছর বয়সী দুই মেয়ে শিশুকে ডেকে নিয়ে নিজের মোবাইলে থাকা অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন তিনি।

এ বিষয়টি বাড়িতে গিয়ে শিশুরা তাদের পরিবারের সদস্যদের জানায়। এর জের ধরে রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুদের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী রেজাউল মুন্সীকে হযরত জমাদ্দারের তেলের দোকানে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীকে পিটুনি দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেজাউল মুন্সীকে আহত অবস্থায় উদ্ধার করে থানা নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় রেজাউল মুন্সীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা তাকে মারধর করায় তিনি কিছুটা আহত হয়েছেন।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে একটি ধর্ষণচেষ্টা মামলার প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×