নিজ বাড়ির ছাদে যুবকের রক্তাক্ত লাশ, কুপিয়ে হত্যা বলছে পুলিশ
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৮ পিএম, ১৭ মার্চ ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মণিপুর গ্রামের ব্যাপারী বাড়ির ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন মণিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বেলাল বলেন, ‘ইফতারের পর হত্যাকাণ্ডের খবর পেয়েছি। ছেলেটি এলাকায় মাইকিং করার কাজ করতো। পারিবারিক কোনও শত্রুতা নাকি অন্য কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশকে বলেছি। তবে তার কোনও শত্রু ছিল না।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘বাড়ির ছাদে গলাকাটা লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। দেখে বোঝা যাচ্ছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছি আমরা।’