গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী শ্রমিক নিহত, প্রতিবাদে বিক্ষোভ ও সংঘর্ষে আহত ১৫
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৫

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাবিনা আক্তার নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন পুলিশ সদস্য, অন্যরা পোশাকশ্রমিক।
সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বাঘের বাজার এলাকা এ ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার ময়মনসিংহ জেলার ফুলপুর থানার খালসাইদ ফুনা গ্রামের বাসিন্দা রাব্বির স্ত্রী ও গোল্ডেন রিপিট কারখানার শ্রমিক।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবিনা বাসায় ইফতার শেষে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
সংঘর্ষের সময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। এতে কয়েকজন যাত্রী আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে যোগ দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় বহিরাগতরা সুযোগ নিয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যান চলাচল পুনরায় শুরু হয়েছে।’