পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড


MARCH NAEEM 2ND/Pabna Dalal Arrest Pic-02.jpg

জেলা এনএসআই এর তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযুক্ত দুই দালাল হলেন, পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের নির্দেশ দেওয়া হয়।  

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেণ। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথেও তারা জড়িত।

এমন অভিযোগ পেয়ে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের ২ জন সহকারী পরিচালকসহ ৮ জন সদস্য উক্ত এলাকায় সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন ধরে তথ্য সংগ্রহ করেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে দু’জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

পরবর্তীতে  উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এতে দুই দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×