কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানা মালিককে জরিমানা


MARCH NAEEM 2ND/WhatsApp Image 2025-03-17 at 15.01.17.jpeg

মাদারীপুরের ডাসারে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগে অবৈধ কারখানা মালিক মো. রুবেল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার ভাংগাব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন।

তিনি জানান, অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পেয়ে বাংলাদেশ পরিবেশ দূষণ সংরক্ষণ আইনে ব্যবসায়ী মো.রুবেলের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কয়লা তৈরির চুল্লীসহ সকল প্রকার সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ডাসার থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।

জানা গেছে,উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাংগাব্রিজ এলাকায় দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করে আসছে। এসব চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য দুষিত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন স্থানীয় বাসিন্দা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×