সুনামগঞ্জে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
- সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩৫ এম, ১৮ মার্চ ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলোনি গ্রামে বজ্রাঘাতে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সাইদুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার এলাকায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে যান সাইদুল ইসলাম। আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
বজ্রপাতে নিহত সাইদুল ইসলাম মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন বলে জানায় তার পরিবার। তার এমন মৃত্যুতে হতবাক পরিবার ও স্বজনরা।