চাঁদা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম


MARCH NAEEM 2ND/pa-1742277599.webp

ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) বিকেলে সালথা থানায় একটি মামলা করেছেন আহত গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম।

মামলার বাদী গোলাম মোস্তফার স্ত্রী মঞ্জু বেগম বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গোলাম মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা করেন প্রতিপক্ষের রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ তাদের সহযোগিরা। ওই টাকা না দেওয়ায় গত রোববার সকালে বাড়ি পাশে ফসলি জমিতে কাজ করার সময় গোলাম মোস্তফার উপর অতর্কিতভাবে হামলা চালায় রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ৫-৬ জন। হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলার বিষয় বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর ওপর হামলার ঘটনায় সোমবার একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×