নরসিংদীতে তিন সন্তানের জননী ধর্ষণের শিকার


MARCH NAEEM 2ND/dbngtf.jpg

নরসিংদীর রায়পুরায় তিন সন্তানের জননী ৪০ বছর বয়সী এক গৃহবধূ নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন। ওই দৃশ্য মোবাইলে ধারণ এবং ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

ঘটনার পর সোমবার বিকেলে ভুক্তভোগী ওই নারী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহর কাছে অভিযোগ ও ঘটনার বর্ণনা দেন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। ধর্ষণের সময় ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষণে সহযোগীতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে গলা কেটে করে হত্যা করার হুমকি দেয় তারা।

ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন।

রাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর কান ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেন। সেইসঙ্গে চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে এক সঙ্গে গলা কেটে হত্যার হুমকি দেন।

জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত রাকিব মাদক মামলার আসামি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়টি নিয়ে অভিযোগ করতে ভুক্তভোগী ওই নারী সোমবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর (তদন্ত)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×