সংবাদকর্মীদের ওপর হামলার মামলায় এসপির জামিন নামঞ্জুর


MARCH NAEEM 2ND/asp ffkgf.webp

নাটোরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল-আমিন এ আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে নাটোর সদর থানায় কাউছার হাবিব নামে এক সাংবাদিক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা নথিভুক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে নাটোর আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ আসামিকে কারাগারে নেওয়ার জন্য বের করলে গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করছিল, তখন ফজলুল হক তাদের ওপর হামলা করেন।

এ সময় তিনি চিৎকার করে সাংবাদিকদের গালিগালাজ ও ভয়-ভীতি দেখান। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সন হাতে আঘাত পান। এ ঘটনার পর দ্রুত পুলিশ আসামিকে আদালতের হাজতের ভেতরে নিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী আসে এবং সাবেক পুলিশ সুপার ফজলুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে নাটোর সদর থানায় কাউছার হাবীব নামে এক সাংবাদিক বাদী হন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×