নেত্রকোনায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক


MARCH NAEEM 2ND/gajz.jpg

নেত্রকোনার পূর্বধলা থেকে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ময়মনসিংহ টু নেত্রকোনা গামী মহাসড়কে জম জম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিপিসি-২  কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ সদরের মো. জসিম উদ্দিন (৪৩), ময়মনসিংহের নান্দাইলের মো. সুমন মিয়া (৩৫), গৌরিপুরের মো. জুয়েল (৩৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে নেত্রকোনার পূর্বধলায় ময়মনসিংহ -নেত্রকোনাগামী মহাসড়কে জম জম ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় র‍্যাব। এসময় ৩৫ কেজি গাঁজাসহ ওই তিনজকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×