নাটোরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার


MARCH NAEEM 2ND/Natore-risingbd-2503171557.jpg

নাটোরের সিংড়ায় ডেভিল হান্টের অভিযানে যুব মহিলা লীগের নেত্রী শাহিদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার শাহিদা সিংড়া পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি। তিনি উপজেলার পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×