মাদ্রাসার চার শিক্ষার্থীকে অপহরণের পর হাত-পা বেঁধে মারধর


Jan 2025/Feb 2025/hamla-1742308888.webp

পাবনায় একটি মাদ্রাসা থেকে চার শিক্ষার্থীকে অপহরণ করে হাত-পা বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। অপহরণের কয়েক ঘণ্টা পর সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

মাদ্রাসার পরিচালক আল-আমিন জানান, সোমবার রাত ৮টার দিকে পাবনা মধ্য শহরের চক পৌলানপুর মাঠপাড়ার হজরত ওসমান গনি (রা.) হাফিজিয়া মাদ্রাসার সামনে ছেলেরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে ছিল। ওই সময় চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন যুবক এসে তাদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা দিগ্বিদিক দৌড়ে পালিয়ে গেলেও সাজিম, জিহাদ, ইকন ও রামিমকে ধরে ফেলে সন্ত্রাসীরা। তাদের সরকারি এডওয়ার্ড কলেজের কামাল উদ্দিন ছাত্রাবাসের মাঠে নিয়ে যায়। সেখান থেকে আবার কলেজের বাংলা বিভাগের পেছনের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা চার শিক্ষার্থীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে তারা। 

মাদ্রাসার পরিচালক আল-আমিন আরও জানান, রাতেই অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। কারা কী কারণে শিক্ষার্থীদের অপহরণ করে মারধর করল, তিনি বলতে পারেননি। তিনি এ ঘটনার রহস্য উদ্ঘাটন করার দাবি জানান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×