মাদ্রাসার চার শিক্ষার্থীকে অপহরণের পর হাত-পা বেঁধে মারধর
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৯ পিএম, ১৮ মার্চ ২০২৫

পাবনায় একটি মাদ্রাসা থেকে চার শিক্ষার্থীকে অপহরণ করে হাত-পা বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। অপহরণের কয়েক ঘণ্টা পর সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মাদ্রাসার পরিচালক আল-আমিন জানান, সোমবার রাত ৮টার দিকে পাবনা মধ্য শহরের চক পৌলানপুর মাঠপাড়ার হজরত ওসমান গনি (রা.) হাফিজিয়া মাদ্রাসার সামনে ছেলেরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে ছিল। ওই সময় চারটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন যুবক এসে তাদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা দিগ্বিদিক দৌড়ে পালিয়ে গেলেও সাজিম, জিহাদ, ইকন ও রামিমকে ধরে ফেলে সন্ত্রাসীরা। তাদের সরকারি এডওয়ার্ড কলেজের কামাল উদ্দিন ছাত্রাবাসের মাঠে নিয়ে যায়। সেখান থেকে আবার কলেজের বাংলা বিভাগের পেছনের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা চার শিক্ষার্থীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে তারা।
মাদ্রাসার পরিচালক আল-আমিন আরও জানান, রাতেই অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। কারা কী কারণে শিক্ষার্থীদের অপহরণ করে মারধর করল, তিনি বলতে পারেননি। তিনি এ ঘটনার রহস্য উদ্ঘাটন করার দাবি জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।