ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ


March 2025/DGF card.jpg

ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য দেয়া সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) কার্ড ভাগাভাগি নিয়ে অসন্তোষের জেরে বিএনপির নেতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জামালপুর সদর উপজেলার শরিফপুর বাজারে এই ঘটনা ঘটে। 

জানা যায়, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভ করেন। ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক মিয়ার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভে বিভিন্ন ধরনের স্লোগান দেয় শ্রমিক দলের নেতাকর্মীরা। স্লোগানে শোনা যায় ‘মিজানের দুই গালে জুতা মারো তালেতালে, অবৈধ কমিটি মানি না, মানবো না’।

এ ব্যাপারে শ্রমিক দলের নেতা মানিক মিয়া জানান, ভিজিএফের তিন হাজার ৫০০ কার্ডের মধ্যে শ্রমিক দলের জন্য মাত্র ১২০টা কার্ড বরাদ্দ করা হয়েছে। এ জন্য নেতাকর্মীদের মন ক্ষুণ্ণ হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘এটা দুঃখজনক বিষয়। এ ঘটনা নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×