মন্টু দাস হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে


MARCH NAEEM 2ND/borguna1-dw.jpg

বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ মার্চ) সকালে পুলিশ আসামিদের হত্যা মামলায় গ্রেপ্তার ও রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মো. শরীয়ত উল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন- মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) এবং শ্রী রাম চন্দ্র রায় (৬৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করইতলা এলাকার নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বুধবার বিকেলে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় মামলা করেন। পরে ওই দিনই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শ্রীরাম চন্দ্র রায়, মো. রফিক, ও কালুকে আটক করে দায়েরকৃত অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে ওই আসামিদের হত্যা মামলায় গ্রেপ্তার এবং রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।  

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাদীপক্ষের  আইনজীবী জিয়া উদ্দিন বলেন, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করেন। পরে আদালত তাদের গ্রেপ্তার ও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।   

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজনকে গ্রেপ্তার এবং মামলার তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার আবেদন গ্রহণ করে প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×