লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে


MARCH NAEEM 2ND/IMG_20250319_185733.jpg

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় রাজধানী ঢাকা থেকে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এইসব মামলায় বুধবার (১৯ মার্চ) দুপুরে হেলালকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ও সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হেলাল রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য। 

পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে মেট্টোপলিটন পুলিশের একটি দল তাকে আটক করে। মঙ্গলবার তাকে লক্ষ্মীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, বড়খেরী ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মারধরের একটি ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় হেলাল এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাকে সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সদর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, শিক্ষার্থী আফনান হত্যা মামলায় হেলালকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। অজ্ঞাত আসামি হিসেবে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক গুলিবিদ্ধসহ আহত হয় অনেকে। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×