থানা থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা, বিএনপি নেত্রী শিরিন গ্রেফতার


MARCH NAEEM 2ND/Barguna-new.jpg

বরগুনা থানা থেকে আটককৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়া মামলায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা থানার ভেতরে।

জানা যায়, নিয়মিত মামলার আসামি মো. সোহানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দিয়ে ইসরাত জাহান শিরিন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩) বরগুনা থানার হাজতখানার সামনে থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় ওই দুই নারীকে আটক করে পুলিশ।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে ওই দুই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ভবিষ্যতে  পুলিশের কাজে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধেও কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×