যারা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চায় তারা গণতন্ত্রের শত্রু


MARCH NAEEM 2ND/sama obated.jpg

বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা দেশের ভালো এবং গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।   

বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের অম্বিকা ময়দানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদলের আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ১৫ বছর পরে শেখ হাসিনার পতন ঘটেছে। আওয়ামী লীগের দৃশ্য দেখা যাচ্ছে না। কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা চারপাশে ঘোরাফেরা করছে। হাসিনার পতনের পরেও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন। আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে একটি সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে।’

বিএনপির এই নেত্রী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে। মানুষ গুম হবে না।
অর্থনীতি ব্যাংকিং সেক্টরসহ সব সেক্টরকে উন্নত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই।

শামা ওবায়েদ আরো বলেন, এখনো দেশে নারীরা নিরাপদ নয়। বিভিন্ন স্থানে খুন, সহিংসতা ও নির্যাতন চলছে। দেশে আইনের শাসন নেই। চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছু করতে পারছে না। সুতরাং আমরা মনে করি, এখনো গভীর ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে অতি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ১৭ কোটি মানুষ ভোটের আশায় বসে আছে। 

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেছ আলী ইছা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×