ঈদে চাঁদপুর-ঢাকা নৌপথে ফিটনেসহীন লঞ্চ চলবে না


MARCH NAEEM 2ND/dc-.jpg

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ‘সামনে ঈদ। যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি লঞ্চকে শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিষয়টি লঞ্চ মালিক কর্তৃপক্ষ দেখবে। ফিটনেসবিহীন কোনও লঞ্চ ২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা রুটে চলবে না। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। লঞ্চে ওঠা থেকে নামা পর্যন্ত প্রত্যেক যাত্রীকে সঠিক সেবা দিতে হবে।’

বুধবার (১৯ মার্চ) দুপুরে শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন এলাকায় নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি লঞ্চে চার জন আনসার সদস্য থাকবেন। যেখানে সেখানে নৌকা থেকে যাত্রী তোলা যাবে না। ঈদের পাঁচ দিন আগে যাত্রী নিরাপত্তায় লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট থাকবেন। কোনও অটোরিকশা ও ইজিবাইকচালক যাত্রী টানাহেঁচড়া করলে শুধুমাত্র ৫০০ টাকা জরিমানা নয়, পাশাপাশি তার বাহন জব্দ করা হবে।’

ডিসি বলেন, ‘নদীতে বাল্কহেড দিনে ও রাতে বন্ধ থাকবে। যাত্রী পারাপারের জন্য দিনে স্পিডবোট চলবে, রাতে চলবে না। সময়টা অনেক খারাপ, তাই সবাইকে সচেতন থাকতে হবে। যাত্রী কী নিয়ে লঞ্চে উঠছে, কী নিয়ে নামছেন। এজন্য ঘাটে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলাবাহিনী থাকবে। ঘাটে কন্ট্রোল রুম খোলা হবে।’

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ ইমতিয়াজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান। এতে আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য, লঞ্চ মালিকদের প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×