নারায়ণগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, গুলিতে নিহত ১


Jan 2025/Feb 2025/ainshrrinkhla-bahineer-ovizan-1742406525.jpg

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়সহ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন গুলিবিদ্ধসহ অন্তত দশজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কয়েকজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির লোকজন নিয়ে স্বেচ্ছাসেবক দলের রবিনকে তুলে নিয়ে থানা যুবদলের যুগ্ম সম্পাদক শামীমের অফিসে আটকে রেখে মারধর করে।

বিষয়টি জানতে পেরে রব্বানী ও করিমসহ তাদের লোকজন রবিনকে ছাড়িয়ে আনতে সেই অফিসে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী হাছিবুর, রাসেল ও বাশারসহ উভয়পক্ষের অন্তত ১০ জন। পরে গুরুতর অবস্থায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাছিবুরের মৃত্যু হয়।

খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×