লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রি করায় অর্ধলাখ টাকা জরিমানা
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৯ এম, ২০ মার্চ ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে মেয়াদোত্তীর্ণ ও তারিখ বিহীন নিম্নমানের পণ্য মজুদ ও বিক্রির অপরাধে মো. বাহার হোসেন নামের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত বাহার দালাবাজারের কালু মিয়ার ছেলে এবং মেসার্স আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপাইটর। অভিযানে ওই প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিকর হাইড্রোজ মজুদ করার অপরাধে একটি গুদাম সিলগালা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘পবিত্র রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন নিম্নমানের পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিকর হাইড্রোজ মজুদ করার অপরাধে একটি গুদাম সিলগালা করা হয়েছে।
এদিকে বুধবার সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাটের একটি দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অনুমোদনহীন পণ্য বিক্রি করায় মো. আনোয়ার হোসেন নামের আরেক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
অপর দিকে পরিচ্ছন্ন লক্ষ্মীপুর সদর উপজেলা গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক ইতোপূর্বে দালাল বাজারে ডাস্টবিন বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ডাস্টবিনগুলো যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে দালাল বাজার সরেজমিনে পরিদর্শন করেন উজামশেদ আলম রানা। এ সময় সরবরাহকৃত ডাস্টবিনগুলো যথাযথ ব্যবহার না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং পরিচ্ছন্ন লক্ষ্মীপুর সদর উপজেলা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।