মাদারীপুর জেলা ওলামা দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০২ এম, ২০ মার্চ ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মাদারীপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় আহমদিয়া কামিল এমএ মাদ্রাসার কমপ্লেক্স ভবনে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপি আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিলুর হোসেন মিঠু।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গাউস উর রহমান, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শামিম খান, পীরজাদা মহিউদ্দিন আজিম।
মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কুতুবউদ্দিনের সঞ্চালনায় মাহফিলে দোয়া মোনাজাত করেন পখিরা দরবার শরীফের পীর মাওলানা ইমরান বীন নুর।