ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
- মানিকগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩০ পিএম, ২০ মার্চ ২০২৫

মানিকগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. রফিকুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ শহরের একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে ধর্ষণের শিকার ছাত্রের বাবা জরুরি ৯৯৯ নম্বরে ফোন করেন এবং তার ছেলেকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করে নিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রের বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, সরকারি জরুরি ৯৯৯ নাম্বারের ফোন পেয়ে রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হলে আদালত ওই শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।