আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০৪ পিএম, ২০ মার্চ ২০২৫

রাজধানীর আকাশ বৃহস্পতিবার দিনের অনেকটা সময়ই ছিল মেঘলা। কখনো কখনো কয়েক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। আর এতেই ঢাকায় আগেরদিনের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রবিবার পর্যন্ত সারা দেশেই এমন পরিস্থিতি থাকতে পারে।
পরিমাণে অল্প হলেও বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে। রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও। সব মিলিয়ে তাপমাত্রাও কম থাকতে পারে এসময়।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২৩ মার্চ (রবিবার) পর্যন্ত দেশে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।
ফলে সারা দেশে তাপমাত্রাও কম থাকতে পারে। আগামী ২৫ বা ২৬ মার্চ থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।’
নাজমুল হক জানান, আগামী রবিবার পর্যন্ত্ম খুলনা ও সিলেট বিভাগ, ঢাকার পূর্বাংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশ বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের এই সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবারও।
বৃষ্টির সম্ভাবনা থাকায় সারা দেশে তাপমাত্রাও কমতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে আগামীকালও।
এদিকে বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। রাজধানীসহ বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক মিলিমিটার বা এরও কম। সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেটে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এসময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৫ ডিগ্রি।