গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুই ডাকাত আটক


Jan 2025/Feb 2025/dakat-20250321000046.jpg

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় ডাকাত সদস্যরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এসময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন (৩৮)। তিনি এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মটরসাইকেলযোগে ব্যবসায়ীর টাকার আনতে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিল। যাওয়ার পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগেই বনের ভেতর তাদের মোটরসাইকেল পৌঁছালে একদল ডাকাত তাদের দুজনকে গতিরোধ করে।

এসময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন।

এসময় অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মর্ডান হাসপাতালে অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক সকরে পুলিশে সোপর্দ করেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×