মহেশখালীতে লবণচাষিকে গুলি করে হত্যা


Jan 2025/Feb 2025/coxbazar-c9fbd353749efb1abc629ebd558aa688.jpg

কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল আলম (২৯) নামের এক লবণচাষি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিরপাড়ার পশ্চিমে লবণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত শফিউল আলম কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় গুলি করলে লবণচাষি শফিউল আলম গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপুরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের বড় ভাই মনিরুল আলম জানান, সকালে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান। একপর্যায়ে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা চিকনিপাড়ার পশ্চিমে প্যারাবনের দিকে পালিয়ে যাচ্ছিল। এ সময় তার ছোট ভাই শফিউল আলমকে তারা গুলি করে। তার নিরপরাধ ভাইকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি এই ঘটনার বিচার চান। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ‘কোস্টগার্ডের সদস্যদের ধাওয়া খেয়ে জিয়া বাহিনীর সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছিল। এর মধ্যে যাওয়ার পথে শফিউল আলমকে গুলি করে পালিয়ে যায় তারা। এতে তার মৃত্যু হয়। সন্ত্রাসীদের ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×