পঞ্চগড় সীমান্তে তিন বাংলাদেশি আটক
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৫ এম, ২১ মার্চ ২০২৫

পঞ্চগড়ে বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে, বুধবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিঘি গ্রামের পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তাদের শিশু সন্তান।
বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর ৪ নম্বর সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আধারে তারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় ২ হাজার ৩০০ রুপি ও বাংলাদেশি ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এ সময় দালাল চক্রের দুই সদস্য পালিয়ে যায়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পরিতোষ কুমার ও তার স্ত্রী রাধিকা রানীকে বোদা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তাদের শিশু সন্তানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের কাছে দেওয়া হয়েছে। এ ছাড়া দালাল চক্রের পালিয়ে যাওয়া দুজনকে আটকের চেষ্টা চলছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আটকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হচ্ছে।