মাদারীপুরে আদালত উপেক্ষা করে জমি দখল চেষ্টার প্রতিবাদ ভুক্তভোগী পরিবারের
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২২ পিএম, ২১ মার্চ ২০২৫

মাদারীপুরের খোয়াজপুরে আদালত উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২১ মার্চ) সকালে মাদারীপুর নতুন শহর এলাকার একটি গণমাধ্যম অফিসে এই সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভুক্তভোগী মধ্যচক এলাকার মৃত আব্দুল হাই বেপারীর ছেলে মো. ইমান বেপারী (৫০)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি ২০১০ সালে ১০০ নম্বর মধ্যচক মৌজায় সাফ কবলা ৩২০৬ নম্বর দলিল মূলে ৩০ শতাংশ জমি কিনি। সেই জমি জোরপূর্বক ভোগদখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যচক এলাকার মৃত আবুল হোসেন মাতুব্বরের ছেলে ভূমিদস্যু তোতা মাতুব্বর (৬০), তাঁর স্ত্রী সাহানাজ বেগম ও তিন ছেলে রাশেদ মাতুব্বর (৩৫), সোহাগ মাতুব্বর (৩০), পারভেজ (২২) ও তাঁর চাচাতো ভাই শহীদ মাতুব্বর (৪০), জাহিদ মাতুব্বর (৩৫) ও ফরিদ মাতুব্বর (৩০)। স্থানীয় সালিশের মাধ্যমে তাদেরকে বাধা দিলে তারা তা অমান্য করে গত ১৪ মার্চ দুপুরে ঐ জায়গায় অনধিকার প্রবেশ করে। এ সময় তারা আমার রোপনকৃত বিভিন্ন প্রজাতির মেহগনি, কড়ই, সোনাইলসহ প্রায় ১৫টি গাছ কেটে ফেলে। এছাড়া বিভিন্ন সময় বাঁশ ঝাড় কেটে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।’
ইমান বেপারী আরো বলেন, ‘আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার মাধ্যমে আমি রায় পাই। এছাড়া আদালতে বিআরএস রেকর্ড সংশোধন মোকদ্দমা চলমান রয়েছে। তারা আদালত উপেক্ষা করে এবং মামলা চলমান থাকা অবস্থায় ওই ভূমিতে ইট, বালু, সিমেন্ট এনে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অপচেষ্টা করে। এতে বাধাঁ দিলে আমাদের মারধর ও হুমকি দেয়। তারা বলেন ‘তোর আদালতের রায় আমরা মানি না’। আমাদের কাজে বাধা দিতে আসলে তোকেসহ তোর পরিবারবর্গকে খুন করে লাশ গুম করে ফেলব।’
তিনি বলেন, ‘আমি কোন উপায় না পেয়ে সদর থানায় অভিযোগ দায়ের করি। বর্তমানে আমিসহ আমার পরিবার নিয়ে জীবন হুমকির মুখে আছি। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই ভূমিদস্যু তোতা মাতুব্বর গংদের সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।’
অভিযোগ অস্বীকার করে তোতা মাতুব্বর বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এলাকায় আপনি খোঁজ-খবর নিয়ে দেখেন, আমাদের নামে কোন বাজে রিপোর্ট নাই। জমি সংক্রান্ত বিষয়ে আদালত যা করবে আমি তাই মেনে নিবো।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘জোরপূর্বক কেউ জমি দখল করার কোন সুযোগ নাই। আমরা জমি সংক্রান্ত এমন একটি অভিযোগ পেয়েছি। এটি যেহেতু আদালতের বিষয়, তাই আদালত বিষয়টি দেখবেন। এছাড়া কেউ আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমান বেপারীর বড় ভাই মোস্তফা বেপারী, ভাবি হেলেনা বেগম, ছেলে সাইম বেপারী প্রমুখ।