এক সপ্তাহে হিলি দিয়ে এলো আড়াই হাজার টন পাট বীজ


March 2025/Hili.jpg

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটের বীজ আমদানি শুরু হয়েছে। এক সপ্তাহে দুই হাজার ৫০০ মেট্রিক টন বীজ আমদানি হয়।

শুক্রবার (২১ মার্চ) হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ সঙ্গ নিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মেসার্স মমিনুল এন্টারপ্রাইজ নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে বীজগুলো আমদানি করছেন। ১৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে ভারত থেকে পাট বীজ আমদানি শুরু হয়।’

স্থলবন্দর সূত্র জানায়, গত ১৩ মার্চ বৃহস্পতিবার ভারতীয় ২৯ গাড়িতে ৭২৮ মেট্রিক টন, রোববার ৩২ ট্রাকে ৭৩৬ মেট্রিক টন, সোমবার ৯ ট্রাকে ২১৬ মেট্রিক টন, মঙ্গলবার ১৬ ট্রাকে ৩৭৯ মেট্রিক টন, বুধবার ১২ ট্রাকে ২৪৯ মেট্রিক টন এবং গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) ৮ ট্রাকে ২১২ মেট্রিক টন পাট বীজ আমদানি করা হয়েছে।

আমদানিকারক মমিনুল ইসলাম জানান, দেশের বাজারে চাহিদা থাকায় প্রায় বছরখানেক পর এ বন্দর দিয়ে ফের পাট বীজ আমদানি শুরু হয়েছে। বীজগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×