গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে সিপিবির বিক্ষোভ সমাবেশ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৫ পিএম, ২১ মার্চ ২০২৫

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজায় জায়নবাদী ইসরাইলি বাহিনীর নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে সিপিবি নেতারা মার্কিন সাম্রাজ্যবাদের মদদে সংঘটিত ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ প্রত্যাশিত ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে গণহত্যার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম সিটির চেরাগি পাহাড় মোড়ে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়েছে।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য রাশিদুল সামিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, যুবনেতা জাবেদ চৌধুরী ও ছাত্রনেতা তানভির এলাহী।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজায় ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত এই গণহত্যা মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে হয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইসরাইলি বাহিনী আবারো বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছে না। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত দায়সারা বিবৃতি না দিয়ে অত্যন্ত কড়া ভাষায় এ হামলার প্রতিবাদ করা।’
তারা বলেন, ‘১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের বর্বর বাহিনীর গণহত্যা মোকাবিলা করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিশ্বের সকল মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের জনগণের নৈতিক কর্তব্য। বাংলাদেশের জনগণ চিরকালই প্যালস্টোইনের মুক্তিসংগ্রামের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।’