দিনাজপুরে শিক্ষার্থীদের অবরোধে আটকা পড়ল দুই ট্রেন
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫৯ পিএম, ২১ মার্চ ২০২৫

পলিটেকনিকে ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর ও তাদের প্রমোশন বাতিলসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়েছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসসহ দুইটি ট্রেন। বন্ধ হয়ে যায় দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ।
শুক্রবার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টায় দিনাজপুর জিলা স্কুলের সামনে রেল লাইনে বসে এই অবরোধ কর্মসূচি পালন করেন দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় পৌনে ৩ ঘণ্টা পর দুপুর আড়াইটায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরেই তারা পলিটেকনিক ইন্সটিটিউটে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দাবি জানিয়ে আসছেন। এসব দাবি আদায়ে তারা কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি আদায়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় তারা রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানিয়েছে, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদফতর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে, প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে, মানসম্মত সিলেবাস প্রণয়ন করতে হবে, উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে, ৪ (চার) বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা মনোটেকনিকের শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ করতে হবে, কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনও জনবল থাকতে পারবে না, কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে সব (পলিটেকনিক ইন্সটিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ) শিক্ষক সংকট দূর করতে হবে।
একইসঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে আইডিইবি এবং পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।
শুক্রবার দুপুর পৌনে ১২টা থেকে শিক্ষার্থীদের অবরোধের ফলে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও বিরল থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেন দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। শুধু তাই নয়, জিলা স্কুলের সামনের রাস্তা দিয়ে রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে আলম। পরে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। পরে আটকে থাকা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনিরহাটগামী কমিউটার ট্রেন গন্তব্যে রওনা দেয়।