দেবিদ্বারে শ্বশুরবাড়ি থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩৮ পিএম, ২১ মার্চ ২০২৫

দেবিদ্বারে দুটি হত্যাসহ চার মামলার আসামি ছাত্রলীগ নেতা আল-আমিনকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আল-আমিন দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির হারুন মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অংশ নেয় আল-আমিন। গত বছরের ৪ আগস্ট তাঁর পিস্তল উঁচিয়ে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের একাধিক ভিডিও রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।
আল-আমিন গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলা এবং আবুবকর হত্যাচেষ্টাসহ ৪ মামলার আসামি।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আল-আমিনের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। তাঁকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।