কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২


MARCH NAEEM 2ND/SKLD.webp

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণেের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২২ মার্চ) ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা করেছে। এ অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দেবে।

ভুক্তভোগী সমকালকে বলে, ‘গত বুধবার সন্ধ্যার পর অটোরিকশাযোগে বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ৫-৬ যুবক অটোরিকশা থামিয়ে চালক ও আমাকে চড় থাপ্পড় দিয়ে টেনে নিয়ে ফাঁকা জমির মাঝে একটি স্যালো মেশিনের ঘরে নিয়ে যায়। অটোরিকশা চালকের হাত-পা বেঁধে পাঁচ যুবক আমাকে ধর্ষণ করে, এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। একপর্যায়ে তারা আমাদের সেখানে ফেলে রেখে চলে যায়। অনেকক্ষণ পর আমি জ্ঞান ফিরে পেয়ে অটোরিকশা চালকের হাত-পায়ের বাঁধন খুলে দিলে তিনি আমাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় আমি ওই অটোরিকশা নিয়ে আবারও কৈলাইন বাজারে গিয়ে দুই ধর্ষককে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করি। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।’

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা করার পর অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×