ঈদের ছুটি-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:০৪ পিএম, ২২ মার্চ ২০২৫

গাজীপুরে কারখানা খুলে বার্ষিক ছুটি ও বোনাস পরিশোধের দাবিতে শনিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে জায়েন্ট নিট গার্মেন্টের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। প্রায় ২০০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস ও জয়দেবপুর চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
এতে শনিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ১৫ মিনিটে শ্রমিকদের বুঝিয়ে আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ, জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আব্দুল্লা আল মামুন।
শ্রমিকদের অভিযোগ, শনিবার সকালে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। ছুটি ও বোনাসের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনও সমাধান পাননি।
গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার শ্রমিকরা ছুটির টাকা ও বোনাসের দাবিতে আন্দোলন করেছেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ১৩/১ ধারার কর্তৃপক্ষ কারখানা বন্দের নোটিশ টানিয়ে দেয়। এতে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নেন।
বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, আমাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ঈদ সামনে, কিন্তু এখনও আমাদের ছুটি ও বোনাসের কোনও নিশ্চয়তা নেই। অবিলম্বে কারখানা খুলে দিয়ে আমাদের পাওনা পরিশোধ করতে হবে।
এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শিল্প পুলিশ বলেছে, আমরা শ্রমিকদের দাবি নিয়ে কাজ করছি। দ্রুতই সমাধানের চেষ্টা চলছে।