হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ


MARCH NAEEM 2ND/ctg-news-.jpg

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে বন্য হাতি আক্রমণ করে। এতে তিন মাস বয়সী শিশু মারা গেছে। হাতির হামলায় আমার স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছে তার অবস্থা গুরুতর।

হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যুর প্রতিবাদে শিশুটির স্বজনসহ এলাকাবাসী  নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে কর্ণফুলী পিএবি সড়কটি দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন। হাতির আক্রমণ বন্ধের দাবিতে এলাকার লোকজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে পিএবি সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এমনকি ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের কর্মরত হাজার হাজার শ্রমিক। সকাল ১০টার দিকে নিহত শিশুর জানাজা রাস্তায় সম্পন্ন করেন বিক্ষোভকারীরা। সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে অবরোধ চলছিল।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বার বার হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে গত ছয় বছরে বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটছে। এরপরও সংশ্লিষ্ট কর্মকর্তারা হাতির আক্রমণ থেকে রক্ষায় কোনও উদ্যোগ গ্রহণ করেনি। বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে হাতি আক্রমণ থেকে রক্ষায় স্থায়ী সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরবো না।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, রাতে হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। আগেও এই এলাকার লোকজন হাতির আক্রমণের শিকার হন। হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×