যানজট কমাতে চট্টগ্রাম সিটির নতুন ব্রীজ এলাকায় বাস টার্মিনাল নির্মাণ


March 2025/Natun bridge.jpg

চট্টগ্রাম সিটির যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

শনিবার (২২ মার্চ) সকালে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম।

পরিদর্শনের সময় মেয়র বলেন, ‘চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা যানজট। বিশেষ করে কর্ণফুলী নতুন ব্রীজ এলাকায় অবৈধ যানবাহন ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে আমরা এখানে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাস টার্মিনালটি নির্মাণ হলে দূরপাল্লার বাস ও নগরীর বিভিন্ন রুটের যানবাহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান থাকবে। ফলে এলোমেলোভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা কমবে এবং যানজট অনেকাংশে কমবে।’

মেয়র নতুন ব্রীজ সংলগ্ন বশিরুজ্জামান চত্বর এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ অংশের যানজট পরিস্থিতি উন্নত হবে এবং সাধারণ জনগণের চলাচল আরও সহজ হবে। পটিয়া, আনোয়ারা, বাঁশখালি অঞ্চলের মানুষদের যাতায়াতের ভোগান্তি কমবে।

প্রসঙ্গত, কর্ণফুলী নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল নির্মাণের প্রকল্পটি চসিকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি বাস্তবায়ন হলে নগরীর গুরুত্বপূর্ণ একটি পরিবহন সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×