হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা শিষ্টাচার বহির্ভূত: নাসিরুদ্দিন পাটোয়ারী


March 2025/Nasiruddin Patowari.jpg
নাসিরুদ্দিন পাটোয়ারী

হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই, এটা শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। 

শনিবার (২২মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি আমরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক বা যেকোনো রাজনৈতিক দল হোক যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করণ এবং তাদের নিবন্ধন ও মার্কা-আদর্শ বন্ধ করণ প্রক্রিয়ায় বাঁধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ও লড়াইটা হবে। সেই ক্ষেত্রে আমরা একটু পিছপা হবো না আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাবো।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের বিষয়ে তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ রাষ্টের যে বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয় নাই। আমরা মনে করি, এটা শিষ্টাচার বহির্ভূত স্ট্যাটাস হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি যা যা আছে ও আমরা দেখছি, ক্যান্টমেন্টের বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। এই ধরণের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×