সুন্দর চাটমোহর গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- পাবনা প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০৮ পিএম, ২২ মার্চ ২০২৫

চাটমোহরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত করার লক্ষ্যে এবং তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফায় আগামী রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে পাবনার চাটমোহর পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে ইফতার পূর্ব মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ইগনাসিউস গমেজ, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরকেএম আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, অ্যাডভোকেট আশরাফুজ্জামন হালিম, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শান্ত খান, চাটমোহর সরকারি ডিগ্রি কলেজেন প্রভাষক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কেএম সাঈদ উল ইসলাম কাফি, উপজেলা পূজা উদযাপস পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, চাটমোহর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, ডাক্তার আতিকুল ইসলাম, শিক্ষার্থী সৈকত।
অনুষ্ঠানে মসজিদের ইমাম, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, খেলোয়াড়, শিক্ষক, শ্রমিক, সুশীল সমাজ, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা এমন একটি চাটমোহরের স্বপ্ন দেখি, যেখানে কোন অনিয়ম-দূর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি থাকবে না। মাদকমুক্ত একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি আমরা। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না এটি বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। এক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করা দরকার।’
তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ‘আমরা শুধু রাজনীতি নিয়ে থাকতে চাই না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, চাটমোহরের জন্য কাজ করতে চাই। চাটমোহরের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। যদি আমরা কোন ভুল করি, কোন কাজে আমাদের ভুল হয়, সেগুলো ধরিয়ে দিবেন।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্র গঠনে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তার মধ্যে সবকিছুই রয়েছে। যে যে পেশায় আছি আমরা সবাই সবাইকে সহযোগিতা করি। সুন্দর চাটমোহর গড়তে আপনাদের পরামর্শ মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় কি কি কাজ করলে চাটমোহরকে ভালো করতে পারি সেই পরামর্শ আমাদেরকে দিবেন। আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।’