মোবাইল কেড়ে নেওয়ায় বাবাকে খুন, ছেলে আটক


Jan 2025/Feb 2025/16_20250322_232606050.jpg

চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে নেওয়ায় ছুরিকাঘাতে নিজ বাবাকে খুন করেছে ছেলে। 

শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় ওই ঘটনা ঘটে।

নিহত দোদুল হোসেন (৫০) একই এলাকার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মাদ্রাসা ছাত্র কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতো বাবা। আজ ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে নামাজরত অবস্থায় বাবা দোদুল হোসেনকে পিছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসাছাত্র ছেলে রিফাত।

এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন দোদুল। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার পরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×