চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে নারীর বস্তাবন্দি মরদেহ


Jan 2025/Feb 2025/joyjpg-55-17422173141-1742670120.webp

চট্টগ্রামে বস্তাবন্দি অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর খুলশী থানার লালখানবাজারে ফ্লাইওভারের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, তাঁর বয়স ৩০ কিংবা এর কিছু বেশি হতে পারে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাসে করে কোচিংয়ে যাচ্ছিলেন। বাসের জানালা দিয়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। বাস থেকে নেমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন ওই শিক্ষার্থী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ‘মরদেহ পচন প্রক্রিয়ার একেবারে সেকেন্ড স্টেজ যেটাকে আমরা বলি, সে অবস্থায় পেয়েছি। অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। বস্তাবন্দি মরদেহটি ফ্লাইওভারের নিচে আইল্যান্ডের মাঝামাঝিতে কম্বল মুড়িয়ে রাখা হয়েছিল। দেখে মনে হবে, ভাসমান লোকজন কেউ ঘুমাচ্ছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। মরদেহ যেহেতু বস্তার ভেতরে পাওয়া গেছে, এটা ধরে নিতে পারি, তাঁকে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে সবকিছু পরিষ্কার হবে। মৃত নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি কিংবা পিবিআইর মাধ্যমে আঙুলের ছাপ নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×