ছাত্রদল নেতার সঙ্গে আপত্তিকর ছবি ভাইরালের পর মহিলা দল নেত্রীকে অব্যাহতি


Jan 2025/Feb 2025/175947_192.jpg

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর সঙ্গে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমির কিছু আপত্তিকর ছবি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে উপজেলা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এখনো পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদীরা ইয়াসমীন রীতা যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে আফসানা মিমিকে অব্যাহতি দেওয়া হয়।

আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি এবং দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি। সংগঠনের চিঠিতে আফসানা মিমিকে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি পদ বহাল রয়েছে।

চিঠিতে বলা হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা প্রশ্রয় দেন না। আপনার কিছু আচরণগত দিকের কারণে আমাদের দলের পরিবেশ ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় দল মনে করছে যে, আপনার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতির পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতিপ্রাপ্ত মহিলা দল নেত্রী আফসানা মিমি বলেন, জেলা মহিলা দলের সভাপতি প্রার্থী হওয়ায় আমার প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করেছি। যার সঙ্গে আমার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, আমি তাকে কোনো দিন দেখিনি।

ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানী বলেন, কেন বা কীভাবে হয়েছে, আমি এসবের কিছুই জানি না। তবে তিনি (আফসানা মিমি) আমার পরিচিত। ভালুকাতেই উনার বাবার বাড়ি। আমরা একই দলের রাজনীতি করি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×