চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যার দায়ে মামলা, আটক ১
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৫ এম, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা জেলার কুডুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মেছো বিড়াল হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় মোঃ আলমগীর হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২১ মার্চ বিকেলে মানিকদোয়া রাস্তার পাশে আলমগীর হোসেন টেটাবিদ্ধ করে একটি মেছো বিড়াল হত্যা করেন। এই কাজে মিন্টু (৩৫) ও মোঃ সাইফুল ইসলাম (৪৫) সহযোগিতা করেন।
হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। আজ বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দামুড়হুদা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলাটি দর্শনা থানা গ্রহণ করে এবং অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
এই কাজে চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য ও পানকৌড়ি সহযোগিতা করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।