পাবনায় আত্মসমর্পনকারী চরমপন্থী সদস্যদের মাঝে চাউল বিতরণ


MARCH NAEEM 2ND/Pabna Rice Distribution Pic.jpg

পাবনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আত্মসমর্পনকারী চরমপন্থী সদস্যদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকায় জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এই চাউল বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, সহকারি পরিচালক এবিএম লুৎফুল কবির, সদর থানার ওসি আব্দুস সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন।

এ সময় ৭০ জন আত্মসমর্পনকারী চরমপন্থী সদস্যের মাঝে ৩০ কেজি করে চাউল তুলে দেন অতিথিরা। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×