সিলেটে ঈদের কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা


MARCH NAEEM 2ND/sdhlsdh.jpg

সিলেটের ঈদের দশ দিন বাকি থাকলেও শেষ সময়ে এসে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। বিশেষ করে প্রবাস থেকে রেমিট্যান্স আসার ফলে সিলেট নগরের স্থানীয় শপিং মহলগুলোতে ঈদে পছন্দের কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। রোববার (২৩ মার্চ) সিলেট নগরের শপিং মহলগুলো থেকে শুরু করে প্রধান সড়ক গুলোতে যানজট ছিলো চোখে পড়ার মতো। 

সরেজমিনে সিলেট নগরের জিন্দাবাজারস্থ, ব্লু ওয়ার্টার, আল হামরা, মিলেনিয়াম শপিং সিটি সহ বেশ কয়েকটি শপিং মহল ঘুরে দেখা যায় ইফতারের পুর্ব মুহুর্ত থেকেই ক্রেতাদের উপচে পড়া ভীড়। যেখানে ৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত বাজেট নিয়ে অনেকেই শপিং করতে এসেছেন। 

তৌহিদুর রহমান শাহ নামের এক ক্রেতা বলেন, ঈদের এখনো দশদিন বাকি থাকলেও বাজারে অনেক ভীড় লক্ষ্য করছি। আমিও পরিবারের জন্য কিছু কিনতে আসছি দেখি কি হয়। 

সিলেট মিলিনিয়াম শপিং মহলের বিটুবি এর কর্মচারী নাইম   বলেন, আমাদের দোকানে ক্রেতাদের যে ভীড় তা গতবারের তুলনায় অনেক বেশি। সকলের কথা চিন্তা করে আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। আশা করি শেষ মুহুর্তে বাজার আরো জমে উঠবে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×