গবেষক শামসুল আরেফীনের রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড লাভ


March 2025/Rahe Vander Ennoble.jpg

লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শামসুল আরেফীন সুফি ও ফোকলোর গবেষণা শাখায় রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেছেন। 

সম্প্রতি রাহে ভাণ্ডার তরিকার চট্টগ্রাম দরবার শরীফ আয়োজিত ইউনিভার্সাল সুফি ফেস্টিভ্যালে (মহাত্মা সম্মেলন) তাঁকে এই পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

শামসুল আরেফীন ১৯৭৭ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সদর এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল মোবিন ও মাতার নাম তমনারা বেগম। চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, গাছবাড়িয়া সরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশুনা করেন। নব্বই দশকের প্রারম্ভে তিনি পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন। নব্বই দশকের মাঝামাঝি তিনি লোকগবেষণায় যুক্ত হন। শূন্য দশকে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায়ও জড়িত হয়ে পড়েন। ২০১৪ সালে তাঁকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ‘এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন প্রজেক্ট’ চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়া উপজেলার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হিসেবে নিয়োগ দান করে। পরবর্তীতে তিনি এই প্রজেক্ট কর্তৃক চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলারও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

আজ অব্দি শামসুল আরেফীনের ২৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে, আস্কর আলী পণ্ডিত : একটি বিলুপ্ত অধ্যায়, বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ১ম খণ্ড, বাঙলাদেশের লোককবি ও লোকসাহিত্য ২য়-৪র্থ খণ্ড, আস্কর আলী পণ্ডিতের দুর্লভ পুথি জ্ঞানচৌতিসা ও পঞ্চসতী প্যারজান (সংগ্রহ ও সম্পাদনা), বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড (সংগ্রহ ও সম্পাদনা), বাঁশরিয়া বাজাও বাঁশি (পল্লীগানের গ্রন্থ; ২০১২ সালে ‘বাংলাদেশের বিস্মৃতপ্রায় লোকসঙ্গীত ১ম খণ্ড’ গ্রন্থভুক্তির মাধ্যমে প্রকাশিত), আস্কর আলী পণ্ডিত : ৮৬ বছর পর (সংগ্রহ ও সম্পাদনা), গাঙ্গেয় বদ্বীপের অনন্য সঙ্গীতজ্ঞ : স্বপন কুমার দাশ (সম্পাদনা), আঠারো শতকের কবি আলী রজা ওরফে কানুফকির, আহমদ ছফার অন্দরমহল, রুবাইয়াত-ই-আরেফীন (কাব্য), সূর্য-পুত্র (কাব্য), কবিয়াল মনিন্দ্র দাস ও তাঁর দুষ্প্রাপ্য রচনা, কালুরঘাট বেতার কেন্দ্র ও স্বাধীনতা ঘোষণা, কালুরঘাট প্রতিরোধ যুদ্ধ ও অন্যান্য, চট্টগ্রামের লোকগান : বিবিধ প্রবন্ধ, চট্টগ্রামের লোকসাহিত্য, চট্টগ্রাম জেলার সাহিত্য ও সংস্কৃতি, চট্টগ্রামের লোকসংগীত, লোককবি ও লোকসংগীত, আহমদ ছফা ও অন্যান্য প্রভৃতি। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×